উইন্ডোজ-১০ এর গতি বাড়ান খুব সহজেই (পর্ব ১)

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন কিছু জিনিস জানতে যাচ্ছি। আমরা অনেকেই (windows 10) ব্যবহার করি ডেক্সটপ বা ল্যাপটপ এ, কয়দিন ব্যবহার করার পর দেখা যায় আমাদের ল্যাপটপ বা ডেক্সটপ অনেকটা ধীরে ধীরে কাজ করতেছে কিন্তু আমরা ঠিক বুঝিনা তখন কি করতে হবে। তাই আমরা কিভাবে Windows 10 ব্যবহার করা একটা ল্যাপটপ ফাস্ট রাখতে পারি তার কিছু উপায় জেনে নেই। আমরা এখন যেই কাজটি করবো সেটি যেকোন ল্যাপটপ বা ডেক্সটপ এ একবার করলেই আর করতে হবে না । 

প্রথমে আমরা কন্ট্রোল পেনেল টা ডেক্সটপ এ নিয়ে আসবো এর জন্য আমাদেরকে যা করতে হবে। 

(১)  প্রথমে start menu তে যেয়ে মাউস এর রাইট বাটন ক্লিক করতে হবে ।

(২)  তারপর Settings এ যেতে হবে।

(৩) তারপর personalization এ যেতে হবে। 

(৪) তারপর themes এ যেতে হবে। 

(৫) এখানে আমরা অপশন পাবো Desktop icon settings ওখানে ক্লিক করবো। 

(৬) একটি Box আসবে। এখান থেকে আমরা প্রথমে Control panel এ ক্লিক করবো।

(৭) তারপর Apply করে ok   করে দিবো।

এবার আমরা দেখবো Control panel ল্যাপটপ এর সামনেই চলে এসেছে। কন্ট্রোল প্যানেল এর ভিতরে ঢুকবো প্রথমে ডাবল ক্লিক করার মাধ্যমে।

(১)  কন্ট্রোল প্যানেল এর এখানে large icon করে দিবো।

(২) তারপর power options এ একবার ক্লিক করবো। 

(৩)  এখানে যেয়ে high performance করে দিবো, তাহলে আমাদের পিসি অনেকটা দ্রুত কাজ করবে। যেকোন পিসি তে এটি একবার করলেই হবে কিন্তু যদি Windows নতুন দেওয়া হয় তাহলে আবার নতুন করে করতে হবে।

আর যদি কোন পিসিতে High Performance অপশন না থাকে তাহলে সেটি আনার উপায় হলো। 

(১) স্টার্ট মেনুর সার্চ অপশন থেকে cmd লিখে সার্চ দিতে হবে। 

২) Comand prompt বসলে সেটায় ক্লিক করতে হবে Run as administrator এ। 

(৩) একটা Box আসলে yes এ ক্লিক করতে হবে।

(৪) তারপর এমন একটা কালো বক্স আসবে আমরা কমান্ড লিখবো।

(৫)  Powercfg -duplicatecheme 8c5e7fda-e8bf-4a96-9a85-a6e23a8c635c

লিখে কিবোর্ড থেকে Enter প্রেস করতে হবে তাহলে দেখবো আমাদের কন্ট্রোল প্যানেল এ হাই পারফরম্যান্স এড হয়ে গেছে। ঠিক উপরের নির্দেশনা অনুযায়ী আমরা তখন  high performance সিলেক্ট করে দিবো।  

আশা করি কারো বুঝতে কোন সমস্যা হয়নি। তারপরেও কারো কোন সমস্যা থাকলে বলবেন ক্লিয়ার করার চেষ্ঠা করবো। পরবর্তিতে আরো নতুন কিছু দেখানো হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।

     

2
0
Fozia Sayda

Fozia Sayda

আসসালামুআলাইকুম, আমাদের ওয়েবসাইট এ আপনাকে স্বাগতম। আমি অনার্স তত্বীয় বর্ষের একজন ছাত্রী। আমি মনে করি একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের অনেক কিছুই শেখার আছে । আমরা আমাদের আশে পাশে থেকে অনেক বিষয়ে জানতে পারি। অবসর সময়গুলো নষ্ট না করে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলা উচিত। আমরা আমাদের ওয়েবসাইট এ আপনাদের সহজভাবে কিছু জিনিস শিখানো বা জানানোর চেষ্ঠা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *