লোগো ডিজাইন ( পর্ব ২)

 আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।আজ আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। 

আজ আমরা একটি সহজ লোগো আকাঁর চেষ্ঠা করবো। আমরা ঠিক নীচের ছবির লোগোটি আাকার চেষ্ঠা করবো। 

(১) এই লোগোটি তৈরী করার জন্য আমাদের চারটি চতুর্ভুজ এবং চারটি ত্রিভুজ দরকার। এখন তাহলে আমরা চারটি চতুর্ভুজ এবং চারটি ত্রিভুজ নিবো। 

(২) তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চতুর্ভুজ এর কোনাগুলো টিক করে নিবো প্রয়োজন অনুযায়ী। আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে চতুর্ভুজের কোনা ভিতরের দিকে বা বাইরের দিকে ইচ্ছামতো টানতে পারি।     

(৩)  তারপর একটা করে সিলেক্ট করবো আর চতুর্ভুজ বা ত্রিভুজ এর কালার গুলো ইচ্ছামতো চেন্জ করে দিবো। আমরা ইচ্ছামতো একটি একটি করে বিভিন্ন কালার নিবো আবার আমরা শুধু একটি কালার নিয়েও করতে পারি।  

(৪) তারপর আমরা একটার সাথে আরেকটা লোগোটি যেভাবে আছে বসাতে শুরু করবো। 

দরকার হলে লোগোর পিকচারটি পাশে রেখে দেখে দেখে কাজ করবো আর কোনাগুলো যেন সঠিকভাবে বসে সেদিকে খেয়াল রাখবো।

আমাদের লোগোটি তৈরী হয়ে গেছে।

লোগোটি যেন নড়াচড়া না করে বা নষ্ট হয়ে না যায় তার জন্য আমরা সিলেকশন টুল দিয়ে পুরোপুরি সিলেক্ট করে মাউস এর রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিবো। 

(৫) এবার আমরা ব্যাকগ্রাউন্ড এ এমন একটি কালার নিবো যেনো লোগোটি সুন্দর দেখা যায়। কালো কালার টা নিতে পারি, আপনি আপনার ইচ্চামতো যেকোন কালার নিতে পারেন। 

(৬) এখন লোগোর নিচে কোম্পানির নাম লিখার জন্য  আমরা টাইপ টুল নিয়ে লিখবো।

তারপর ফন্ট সিলেক্ট করবো এখান থেকে। 

  আর ফন্ট সাইজ ইচ্ছে মতো ছোট বড় করে দিতে পারবো।

৭) এখন আমরা এই আর্ট বোর্ডটি সেভ করবো। আমরা আর্টবোর্ড নেওয়া বা সেভ করা ইতিমধ্যে শিখেছি। আশা করি সমস্যা হওয়ার কথা না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে এই টুল গুলো ব্যাবহার করে থাকি।  যখন যেই টুল প্রয়োজন হবে আমরা তখন সেই টুল নিয়ে কাজ করবো৷  আমরা চতুর্ভুজ টুল নিয়েও কাজগুলো করতে পারি পেন টুল নিয়েও করতে পারি । যেটা আমাদের সুবিধা হয়।   আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোন সমস্যা থাকলে বলবেন ক্লিয়ার করার চেষ্ঠা করবো। পরবর্তিতে আরো নতুন কিছু দেখানো হবে। 

আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।

1
0
Fozia Sayda

Fozia Sayda

আসসালামুআলাইকুম, আমাদের ওয়েবসাইট এ আপনাকে স্বাগতম। আমি অনার্স তত্বীয় বর্ষের একজন ছাত্রী। আমি মনে করি একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের অনেক কিছুই শেখার আছে । আমরা আমাদের আশে পাশে থেকে অনেক বিষয়ে জানতে পারি। অবসর সময়গুলো নষ্ট না করে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলা উচিত। আমরা আমাদের ওয়েবসাইট এ আপনাদের সহজভাবে কিছু জিনিস শিখানো বা জানানোর চেষ্ঠা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।

7 thoughts on “লোগো ডিজাইন ( পর্ব ২)

  • December 21, 2020 at 1:28 am
    Permalink

    I like reading an article that can make men and women think. Stephi Mario Nelle

    Reply
  • December 21, 2020 at 3:13 am
    Permalink

    Everything is very open with a very clear description of the issues. Eugenia Noak Lilac

    Reply
  • December 21, 2020 at 4:39 am
    Permalink

    Major thankies for the article post. Thanks Again. Cool. Halie Brody Nakada

    Reply
  • December 21, 2020 at 11:31 am
    Permalink

    I really like your writing style, fantastic info , appreciate it for posting : D. Eleen Alberik Crissy

    Reply
  • December 22, 2020 at 3:18 am
    Permalink

    Really informative blog article. Thanks Again. Really Great. Joan Bendick Hartley

    Reply
  • March 24, 2023 at 1:47 pm
    Permalink

    I really enjoyed your blog post. It was a directly related answer related to the topic I was looking for.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *